| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে : মাওলানা ইউসুফ আশরাফ


আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে : মাওলানা ইউসুফ আশরাফ


রহমত নিউজ     15 July, 2023     09:06 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। মানুষ তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। দলীয় সরকারের অধীনে মানুষের ভোটাধিকার ভুলন্ডিত হয়। সুতরাং আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে। মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। সুতরাং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে।  সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মুফতি সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মুফতি ওযায়ের আমীন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, হাফেজ মুজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী প্রমুখ।